খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত : রয়টার্স; জীবিত কারও সন্ধান মেলেনি : রেড ক্রিসেন্ট

শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে কুরবানির মাংস বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। শনিবার ঈদুল আযহার দিনে আস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এবং গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র অর্থায়নে বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সবার জন্য কুরবানি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নে সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ড.আহমাদুল্লাহ এবং বৃটেনের সোয়ান্সি ইসলামিক একাডেমির ডাইরেক্টর ড. আব্দুস সালাম আজাদী সার্বিকভাবে তত্বাবধান করেছেন। এই প্রকল্পের আওতায় ৩টি গরু ও ৭টি খাসি আম্পান কবলিত সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে দুঃস্থ্য মানুষের জন্য কুরবানি করা হয়। এসময় যে সকল দাতা এই কুরবানি বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের জন্য এলাকাবাসী দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কুরবানি প্রকল্পের মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন বীকোন ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার আব্দুল গফুর, বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ ও সমাজ সেবক মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!