খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

শ্যামনগরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটক ৬

নিজস্ব প্রতিবদেক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের আরমান খা পাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা শিশু ও নারীসহ ৬জনকে আটক করেছে। শুক্রবার (৬ আগষ্ট) ভোর রাত দেড়টার দিকে বিজিব কৈখালী বিওপি ইনচার্জ হাবিলদার মোঃ ইউনুচ এর নেতৃত্বে তাদেরকে অটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর জেলার ন’পাড়া থানার শান্তিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রফিকুল (৩৬), অভয়নগর থানার ইছামতি গ্রামের ইশরাত উল্যার ছেলে ফোরকান মোল্যা (২৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (২২) কালিয়া থানার পেরেজা গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (৪২) ও তার স্ত্রী আমেনা খাতুন (৪০) এবং একই এলাকার নাহিদ এর স্ত্রী সাবিনা খাতুন (৩৫)।

কৈখালী বিওপি ইনচার্জ হাবিলদার মোঃ ইউনুচ আলী জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার খবর গোপনে জানতে পেরে কৈখালী ইউনিয়নের আরমান খা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!