স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের এক সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক। করোনা মহামারিজনিত সংকটের কারণে স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জাতীয় শোক দিবসের সকল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন, শাখা অফিস ও ওয়ার্ড অফিসসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বাংলাদেশ বেতার-খুলনা কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন, নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাচ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও প্রার্থনা সভা, নগরভবনসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ড্রপডাউন প্যানা স্থাপন এবং ভার্চুয়াল আলোচনা সভা ইত্যাদি।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার, বাজার সুপার মোঃ সেলিমুর রহমান, নিরাপত্তা সুপার মো: লুৎফর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম