খুলনা, বাংলাদেশ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আ’লীগের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক সাংসদ ও বিএনপি’র কেন্দ্রীয নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ তিন জনের বিভিন্ন ধারায় সর্বোচ্চ ১০ বছর, একজন আসামির ৯ বছর ও বাকি ৪৬ আসামিকে সর্বনিম্ন ২ থেকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ১০টা ১২ মিনিটে এক জনাকীর্ণ আদালতে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর এ রায় ঘোষণা করেন।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ন সম্পাদক আ,হ,ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ রায়কে একটি যুগান্তকারী রায় বলে উল্লেখ করে তারা বলেন, ভাবিষ্যতে কোন বিরোধী দলীয় নেতা যাতে এভাবে আর কোন হামলার শিকার না হন সেটি এ রায় থেকে সকল রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!