যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ অক্টোবরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়। তারা সবাই শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিস্কৃতদের মধ্যে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের রাইসুল হক রানা, গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও একই বিভাগের রেদওয়ান আহমেদ রাফি এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্রনাথ রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এছাড়া, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব ও ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল আহমেদ রকিকে এক বছরের জন্য এবং তানভীর আহমেদ আবিরকে ছয় মাসের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এদের মধ্যে বেলাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ শাখা ছাত্রলীগের আহবায়ক। বাকিরা ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
এর আগে, তদন্ত কমিটি তাদের সুপারিশ রিজেন্ট বোর্ডের সভায় প্রেরণ করে। কমিটির সুপারিশ পর্যালোচনা ও ঘটনার গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন লিখিত বক্তব্য দেন। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে সভায় অংশ নেন। লিখিত বক্তব্যে তিনি গত ৭ ডিসেম্বর লিফট অপারেটর নিয়োগ নির্বাচনী বোর্ডের সময় উদ্ভূত ঘটনাসমূহ রিজেন্ট বোর্ডের সদস্যদের অবহিত করেন।
খুলনা গেজেট/এএজে