খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

শুষ্ক মৌসূমের মধ্যে চলমান নির্মাণ কাজ সম্পন্ন করার নির্দেশ সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে চলমান নির্মাণ কাজের গুণগতমান বজায় রেখে চলতি শুষ্ক মৌসূমের মধ্যে সম্পন্ন করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রকৌশলীদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন। তিনি আরো বলেন, খুলনার উন্নয়নে বর্তমান সরকার কর্তৃক প্রদত্ত বিপুল অর্থ কাজে লাগিয়ে সুন্দর, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি কেসিসিসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

সভায় জরুরী প্রয়োজনীয় সড়ক, ড্রেন, কালভার্ট, কবরস্থান, শ্মশান অগ্রাধিকার ভিত্তিতে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। নগরবাসীর চাহিদার আলোকে পর্যায়ক্রমে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

কসিসি’র প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছা: শাহিন আখতার পারভীন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হক, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মো: সাহাবুল আলম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিমসহ উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন।

উন্নয়ন প্রকল্প গ্রহণের লক্ষ্যে নগরীর ৩১নং ওয়ার্ডের জান্নাতুল বাকী কবরস্থানসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!