আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি। তাই আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও এবাদতের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিনহাজুল আবেদিন নান্নুর মতে, আগামীকাল এ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
বিসিবির প্রধান নির্বাচক এবাদতের চোট প্রসঙ্গে বলেন, ‘এখনো স্পষ্ট করে বলা কঠিন। এখনো কোনো মেইল পায়নি। কালকে জানিয়ে দেওয়া হবে। তবে অবশ্যয় এবাদতের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে ওঠতে পারেননি। ফলে, এবাদতকে ছাড়াই এশিয়া কাপের মিশনে মাঠে নামতে হবে টাইগারদের। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ লড়বে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
এর আগে, ১৭ সদস্যের ঘোষিত দলে এবাদতসহ পেসার হিসেবে সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।
খুলনা গেজেট/এমএম