পুুঁজি বেশি বড় নয়। ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও।ইনিংসের শুরুতেই কিউইদের চেপে ধরেছে টাইগাররা। ৩০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে কিউইরা।
সফরকারীদের শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই স্পিনারের বল ছেড়ে দিয়ে বোল্ড হয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। নিজেদের প্রথম ইনিংসে খেলতে নেমে ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা।
কনওয়েকে ফেরানের পরের ওভারেই টম ল্যাথামকে সাজঘরে ফেরত পাঠান তাইজুল ইসলাম। নিচু হয়ে বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম।
পরের উইকেটটি পেতেও বেশি সময় লাগেনি বাংলাদেশের। তাইজুলকে ডাউন দ্য উইকেটে হাঁকাতে গিয়ে মিডঅনে ক্যাচ তুলে দিয়েছেন হেনরি নিকোলস (১)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৯.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান। মিচেল ৩ আর উইলিয়ামসন ৯ রানে অপরাজিত আছেন।
এর আগে টস জিতে প্রথম ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্যান্টনার-অ্যাজাজের ঘূর্ণিতে প্রথম সেশনে ৪৭ রান তুলতেই চলে যায় ৪ উইকেট।
খুলনা গেজেট/ টিএ