র্যাবের অভিযানে চাঞ্চল্যকর শুভ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আরেকজন পলাতক আসামী গ্রেপ্তার করেছেন। এ পর্যন্ত শুভ হত্যা মামলার এজহারভুক্ত তিনজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি সকালে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভ হাওলাদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ রাকিব (১৮)কে খুলনার সোনাডাঙ্গা থানাধীন মজগুন্নী বাস্তহারা এলাকা থেকে আটক করে। সে বয়রা ক্রস রোড এলাকার মোঃ শাহিন এর ছেলে। আসামীকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের পর থেকেই র্যাব-৬ ঘটনার মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং অপরাধীদের গ্রেফতারের উদ্দেশ্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে ও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এর আগে শুভ হাওলাদারকে হত্যার বিশ ঘন্টার মধ্যে প্রধান আসামী মোঃ সজল ব্যাপারীকে (১৫) গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন মধুপুর গুচ্ছগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী সজল পার্শ্ববর্তি নদীতে ঝাপ দিলে মামলার তদন্ত কর্মকর্তাও নদীতে ঝাপিয়ে আসামীকে ধরতে সক্ষম হন। তাছাড়া এ হত্যা মামলায় জাহিদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
মাদক বিক্রির ঘটনা জেনে যাওয়ায় শুভকে ২০ ফেব্রুয়ারী দুপুরে যেকোন এক সময়ে নির্মমভাবে খুন করে ফাঁকা মাঠে ফেলে যায় দুর্বৃত্তরা। বয়রা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় (সিএন্ডবি কলোনি) দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ হাওলাদার।ওইদিন রাতে নিহত শুভর মা তিনজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ টি আই