খুলনা অঞ্চলে কয়েকদিন ধরে তীব্র শীত। সঙ্গে ঘন কুয়াশা আর হিমেল বাতাস। আছে মেঘলা আকাশ, মাঝেমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। ফলে খুলনায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অতিদরিদ্র মানুষদের কষ্ট বাড়ছে। একইসাথে আয় কমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষদের। তবুও জীবন চালাতে তাদের নামতে হচ্ছে কর্মক্ষেত্রে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের পর থেকে আকাশ মেঘে ঢেকে যায়। শীতের মধ্যে কয়েক দফায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়।
নগরীর শিববাড়ি মোড়ে বসে থাকা দিনমজুর মো. মিজানুর রহমান বলেন, প্রচুর শীত অনুভুত হচ্ছে। শীতে বাহিরে বের হওয়া যায় না। শীতের মধ্যেও বের হয়েছি কাজের জন্য। তবে ঠিকমতো কাজ করতে পারছি না, খুব সমস্যাই রয়েছি। ফলে আয় কম হচ্ছে, সংসার চলছে না। খুব কষ্টের মধ্যে রয়েছি।
বাসিন্দা রিক্সাচালক মো. সোহেল তালুকদার বলেন, প্রচন্ড শীত। এই শীতে রিক্সা চালাতে অনেক কষ্ট হয়। তবুও খুব সকালেই পেটের দায়ে কাজে নামতে হয়।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আমিরুল আজাদ জানান, খুলনা বিভাগ দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া খুলনায় ১৩ দশমিক ৫ ডিগ্রি, যশোরে ১১ দশমিক ৮ ডিগ্রি, কুষ্টিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি, সাতক্ষীরায় ১৩ দশমিক ৮ ডিগ্রি এবং মোংলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, আকাশ মেঘলা রয়েছে। বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘ কেটে গেলে বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এমএম