খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ট্রাকে পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত
  চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

শিয়ালীর ঘটনা নিন্দনীয় অমার্জনীয় ও ক্ষমার অযোগ্য অপরাধ : ধর্ম প্রতিমন্ত্রী

রূপসা প্রতিনিধি

 

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শিয়ালীর ঘটনাটি রীতিমতো নিন্দনীয়, অমার্জনীয় এবং ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আজ বৃহস্পতিবার রূপসার শিয়ালী গ্রামে হামলায় ক্ষতিগ্রস্থদের মাঝে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রূপসা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল (এমপি), খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী শ্যামল সরকার, কল্যাণ ট্রাস্ট্রের সচিব ড. দিলিপ কুমার ঘোষ, সহ সভাপতি সুব্রত পাল, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।

স্বাগত বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, মো: আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, মোতালেব হোসেন, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর শেখ, সাধন অধিকারী, পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, বাদশা মল্লিক, আ: রাজ্জাক, সারাফাত হোসেন, রকিব উদ্দিন, অজিত কুমার বিশ্বাস, অমিয় অধিকারী, নোমান ওসমান রিচি, আবু আহাদ হাফিজ বাবু, সনৎ কুমার বালা, মৃন্ময় ধর শিপন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!