খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাতক্ষীরায় মত বিনিময় সভায় বক্তারা

শিশু পাচার প্রতিরোধে বাল্যবিয়ে বন্ধ করতে হবে

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু ও নারী বান্ধব সংবাদ পরিবেশন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে মিডিয়া হাউস ও সাংবাদিক সংগঠনের সাথে ২৭ জুলাই বিকালে সদর উপজেলা ডিজিটাল কর্নারে সভাটি হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান বাবলা।

বক্তারা বলেন, শিশু পাচার প্রতিরোধ করতে হলে সবার আগে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। অনেকে ফেইসবুকে মিথ্যা তথ্য নিয়ে প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করে দিচ্ছে। পাচার বলতে একটি দেশ থেকে আরেক দেশে পাচার নয়। দেশের মধ্যেও কাজ-চাকরির কথা বলে পাচার করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অভিভাবক এবং প্রশাসনকে নজর দিতে হবে।

বক্তৃতা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, রুহুল কুদ্দুস, বিডি নিউজ ও দেশ টিভির শরীফুল­াহ কায়সার সুমন, বণিক বার্তার গোলাম সরোয়ার, করতোয়ার সেলিম রেজা মুকুল, বাংলা ভিশনের আসাদুজ্জামান, ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টের এসএম শহীদুল ইসলাম, দৈনিক পত্রদুতের আব্দুস সামাদ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার প্রমুখ।

বক্তারা এসময় আরও বলেন, বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী জেলায় স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা ঘটেছে গত এক বছরে ১০৩ টি । এরমধ্যে মামলা হয়েছে ৫৬টি। মামলাগুলো আদালতে বিচারাধীন। অপরদিকে জেলায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাথে সরাসরি যুক্ত আছেন ১৮৭৮ জন। প্রতিমাসে মিটিংও হয়। কিন্তু রোধ করা যায়নি মানব পাচার ও বাল্যবিবাহ। তাই সমাজের সকলকে ভয়ঙ্কর এ দুটি সমস্যা সমাধানে এগিয়ে আসার আহবান জানান নেতৃবৃন্দ।

 

 

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!