খুলনায় সড়ক দুর্ঘটনায় হাসিব (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উর্মি সরদার ঋতু (২৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে শিরোমনি ওয়েব জুট মিলের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিরোপয়েন্ট রুপসী পল্লী এলাকার আবু হাসানের ছেলে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানয়ীরা ও পুলিশ জানায়, খুলনা থেকে মোটরসাইকেলে করে (খুলনা মেট্রো ল ১১-৩৩১১) হাসিব ও উর্মি ফুলতলার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে খুলনামুখী একটি ট্রাক শিরোমনি ওয়েব জুট মিল এলাকায় আসলে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী হাসিব ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। ছিটকে পড়ে আহত হয় উর্মি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/ এস আই