নগরীর খানজাহান আলী থানাধীন খুলনা যশোর মহাসড়কের পাশে শিরোমনি আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সামনে ২ শ কেভি বৈদ্যুতিক ট্রান্সমিটার ৫ দিন ধরে বিপদজনক ভাবে রয়েছে ।
এলাকাবাসী জানায় মহাসড়কের পাশে বিপদজনক ভাবে বৈদ্যুতিক ট্রান্সমিটার থাকাতে প্রতিদিন ইউনিয়ন পরিষদে নাগরিক সেবা নিতে আসা মানুষ সহ পথচারীরা যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ।
ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক ব্যবস্থা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এলাকাবাসী ও বিদ্যুৎ বিভাগের।
কর্তৃপক্ষের দাবি সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে। ওজোপাডিকো ডিভিশন ২ এর প্রকৌশলী মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, ‘আমাদের ট্রান্সমিটার রেডি রয়েছে, ক্রেন সমস্যার কারণে সরানো সম্ভব হয়নি, অতিদ্রুত নষ্ট হওয়া জায়গাতে নতুন ট্রান্সমিটারটি স্থাপন করে, বিকল্প উপায়ে বিদুৎ চালু করা ট্রান্সমিটারটি মহাসড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া হবে।’
খুলনা গেজেট/ এস আই