খুলনার খানজাহান আলী থানার শিরোমনি বাজারে মেসার্স গাউছ এন্টারপ্রাইজ ( গ্যাসের দোকান) এর ক্যাশ থেকে অভিনব কায়দায় গত ৪ আগষ্ট বেলা ২ টার নগদ ৭৮ হাজার টাকা চুরি হয় । ঘটনার পর থেকে বিভিন্ন সিসিফুটেজ দেখে ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযানে নামে থানা পুলিশ । ৩০ আগষ্ট বেলা ১ টার ফুলবাড়ীগেট পুলিশ বক্সের সামনে থেকে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার সন্দেহজনক হওয়ায় ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে, আটককৃতরা হলো খুলনার আরাফাত নগরের কালাম এর ভাড়াটিয়া কবির হাওলাদারের পুত্র সজিব হাওলাদার (২০) ও সোনাডাঙ্গা থানা এলাকার পারভিন মঞ্জিলের ভাড়াটিয়া শহিদুল ইসলামের পুত্র আঃ রহিম (২২)।
এ সময় তাদের কাছ থেকে ৭টি বিভিন্ন প্রকার তালা খোলার( মাষ্টার) চাবি, ১ টি স্কু ড্রাইভার ও নগদ ৫ হাজার টাকা জব্দ করে পুলিশ ।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃতরা প্রাথমিকভাবে শিরোমনি গাউসের গ্যাসের দোকান থেকে টাকা চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে , এ ঘটনায় দোকান মালিক মোঃ গাউছ বাদি হয়ে থানায় মামলা করেন। মামলা নং ১৪/০৮/২১ ইং ।
খুলনা গেজেট/ টি আই