খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

পাইকগাছায় ২টি বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পাইকগাছা প্রতিনিধি

সংসদ সদস্য মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, ‘আমি জনগণের সেবক হয়ে থাকতে চাই। জনগণ অনেক আশা নিয়ে আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি তাদের সেই আশা পূরণ করতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে স্বচ্ছতার ভিত্তিতে স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছি। শিক্ষার ক্ষেত্রে কোন দূর্ণীতি আমি আগেও পছন্দ করতাম না, এখনও করিনা। যোগ্যতার ভিত্তিতে যিনি পরীক্ষায় প্রথম হবেন তাকেই নিয়োগ দেওয়া হবে।’

বৃহস্পতিবার সকালে প্রথমে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও পরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পর এমপি বিদ্যালয় দু’টির ভবন নির্মাণ কাজের মান দেখার জন্য সকলকে নির্দেশনা দিয়েছেন। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্বাবধানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মানে জন্য ৫ কোটি ৭৮ লাখ করে টাকা বরাদ্ধ হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, খুলনা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার, উপ-সহকারী আকরাম হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সাধারন সম্পাদক এস এম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক অমল মন্ডল ও হাশেম আলীসহ প্রতিষ্ঠান দুটির শিক্ষকবৃন্দ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!