সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত দু’দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বেলা ১১টায় ফুলতলা সরকারি বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল উদ্বোধন করেন ইউএনও সাদিয়া আফরিন। স্বাগত বক্তৃতা করেন সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, প্রশান্ত কুমার রায়, তাপস কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক সুশান্ত বৈরাগী, শিক্ষক মোঃ ইয়াছিন মোল্যা, জিয়াউর রহমান, মিলন মন্ডল, তৌহিদ রেজা, মাহমুদা নার্গিস, ইমরান হোসেন, পলাশ মন্ডল প্রমুখ।
খুলনা গেজেট/এনএম