খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

শিক্ষক লাঞ্ছনায় প্রতিবাদে সরব পাইকগাছা 

পাইকগাছা প্রতিনিধি 

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ভূবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি কতৃক একই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত’র ঘটনায় বিভিন্নস্থানে প্রতিবাদসভা, মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়েছে।

গত ৫জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরশাদ আলী বিশ্বাস প্রধান শিক্ষক গৌতম ঘোষকে শারীরীকভাবে লাঞ্ছিত ও কান ধরে চেয়ার থেকে উঠিয়ে গলাধাক্কা দিয়ে অফিস কক্ষ থেকে বের করে দেন।

এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে বসাবসিতে সমাধান না হওয়ায় রবিবার (১১ জুন) দুপুর তিনটায় উপজেলা পরিষদের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন।এর আগে উপজেলার জিরোপয়েন্টস্থ সমিতির অফিসে প্রতিবাদসভা করেন তারা।

শিক্ষক সমিতির উপজেলা সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও এমএম মতিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি রহিমা আক্তার শম্পা, সুকৃত্তি মোহন সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মধুসূধন সরকার, সম্পাদক শেখ আবদুর রহমান, কোষাধক্ষ শহিদুল ইসলাম, অঞ্জলী রানী শীল, নারায়ন চন্দ্র সরকার, মৃনাল কান্তি রায়, আনিছুর রহমান, আমিনুর রহমান, জিএ গফুর, শুধাংশু মন্ডল, কাত্তিক চন্দ্র সরকার, আজিজুর রহমান, মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, সাঈদ মনোয়ার ও পলাশ কান্তি মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, সভাপতি আরশাদ আলী বিশ্বাসের এহেন ন্যাক্কারজনক আচারণে গোটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। এ সভাপতিকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধন শেষে শিক্ষরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।

প্রতিবাদ সভায় শিক্ষকরা বলেন, দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।

অনুরূপভাবে একইদিন সকাল ১০টায় কয়রা উপজেলা শিক্ষক পরিবার প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সভাপতি আরশাদ আলী বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উপজেলার তিন রাস্তার মোড়ে উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, রাজিব কুমার বাছাড়, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শক্তিপদ মন্ডল, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এস এম খায়রুল আলম, আমির আলী গাইন, সরোজ কুমার রায়, মনোজ কুমার বর্মণ, কিনারাম সরদার, পবিত্র বৈরাগী, বজেন্দ্রনাথ জোয়ারদার, তরুন কান্তি মন্ডল, সশিম বাহাদুর, শিক্ষক কামরুল ইসলাম, বিপ্লব কান্তি মন্ডল, প্রশান্ত মন্ডল প্রমুখ। এদিকে স্কুল চলাকালীন সময়ে ঐতিহ্যবাহী রাড়-লী ভূবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ ঘটনার তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য আরশাদ আলী বিশ্বাসের বিরুদ্ধে আদালতে এক নারী হত্যা মামলা রয়েছে। প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ খুলনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষাবোর্ড চেয়ারম্যান এবং পাইকগাছা থানায় সাধারন ডায়েরীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!