যশোরের শার্শার কায়বা সীমান্ত থেকে ১.১০৮ কেজি ওজনের ১০ টি সোনার বারসহ হাসানুজ্জামান (২২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১টার দিকে মোটরসাইকেলসহ পাচারকারীকে কায়বা থেকে আটক করা হয়। আটককৃত আসামী হাসানুজ্জামান সীমান্তের পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, যশোরের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল শার্শা থানাধীন টেংরা গ্রামের বালুন্ডার জামতলা নামক স্থানে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি অভিযান পরিচালনা করে ১০টি স্বর্ণের বার এবং ১টি মোটরসাইকেলসহ হাসানুজ্জামানক আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি) বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, স্বর্ণ চোরাচালান, রোধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বর্ণ পাচার রোধে বিজিবি পোস্টগুলোতে দায়িত্বরত সদস্যরা নজরদারি বৃদ্ধি করেছে। এ জন্যই একের পর এক স্বর্ণের চালান সীমান্ত থেকে আটক করা সম্ভব হচ্ছে। আর এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃত সোনারবার এবং মোটর সাইকেলের সিজার মুল্য প্রায় সাড়ে চুরাশি লক্ষ টাকা। আটককৃত স্বর্ণ পাচারকারীকে স্বর্ণেরবার এবং মোটরসাইকেলসহ শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।