যশোরে রনি সরদার (২৫) নামে এক যুবক বোমা হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে যশোর শহরের বেজপাড়া দরবেশ বাড়ির সামনে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (৩ নভেম্বর) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রনি বেজপাড়ার বাবু সরদারের ছেলে।
আহত রনি অভিযোগে জানায়, সে আরএন রোডে মোটরপার্সের শ্রমিকের কাজ করে। তার মালিক সাঈদের সাথে বিরোধ ছিলো। একই এলাকার শান্ত, রানা ও হাসান, সাঈদকে মারতে গেলে আমি প্রতিবাদ করায় ওরা আমার দিকে ককটেল বোমা ছুড়ে মারে। এটি বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়ি পৌছে দেয়। বাড়িতে সে বৃহস্পতিবার আরো অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সাইদুর রহমান বলেন, বোমার প্রিটারের তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা জখম হয়েছে। ২৪ ঘন্টা পার না হওয়া পর্যন্ত রোগীর সম্পর্কে কিছুই বলা যাবে না।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আমাকে এ রকম ঘটনা কেউ জানায়নি। পুলিশ পাঠিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/ টি আই