যশোরের শার্শায় জমি নিয়ে সংঘর্ষে বাঁশের লাঠির আঘাতে হাতেম আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার লাউতাড়া গ্রামে ঘটে।
এলাকাবাসী জানায়, প্রতিবেশী মশিয়ারের ছেলে বাবলু ও জাহাঙ্গীরের সাথে খালেক সরদারের ছেলে হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার দুপুরে এ নিয়ে দু‘পক্ষের মাঝে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের বাঁশের লাঠির আঘাতে হাতেম আলী মাথায় গুরুতর জখম হন। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর একটার দিকে হাতেম আলী মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, নিহতের লাশ ঢাকা থেকে সড়কপথে নিয়ে আনা হয়েছে। ময়না তদন্তশেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হবে।
খুলনা গেজেট/কেএম