যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে ডিবি পুলিশ। তারা স্থানীয় মেম্বর বাবলু হত্যার সাথে জড়িত বলে ডিবি পুলিশ দাবি করেছে।
আটককৃতরা হলেন, মহিষাকুড়া গ্রামের মৃত নুর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল, আবেদার মন্ডলের ছেলে জসিম উদ্দিন ও আমীর আলী মোড়লের ছেলে সাহেব আলী বিল্লাল। বৃহস্পতিবার ভোরে আটকের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম জানান, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আটকের পর তাদের স্বীকারোক্তিতে শাহাবাজের ভাই ইউনুস আলী মন্ডলের বাড়ির পাশের বিচালী গাদা থেকে একটি দু’নালা বন্দুক, ছয় রাউন্ড বারো বোর রাইফেলের কার্তুজ উদ্ধার করা হয়। তিনি জানান, তারা নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল। এছাড়া তারা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিলো। শাহাবাজের বিরুদ্ধে ২টি অস্ত্র, ২টি হত্যা, ৩টি মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে। জসিমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৪টি মামলা রয়েছে ও বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ তিনটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারের ভাই ভাই ফার্নিটারের দোকানের সামনে আশানুর জামান বাবলুকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় বাবলুর পিতা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/এসজেড