আসছে ঈদে এবার মুক্তির অপেক্ষায় হাফ ডজন সিনেমা। যে তালিকায় দুটি ছবি রয়েছে মেগাস্টার শাকিব খানের। তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে যে সিনেমাটি, সেটি শাকিব খানের ‘বরবাদ’।
ইতোমধ্যে ছবিটির ট্রেলার বেশ ঝড় তুলেছে। শুধু তাই নয়, ছবির গানগুলোও এখন প্রকাশ্যে; এরপর থেকেই ছবিটি দেখার প্রহর গুনছে দর্শকেরা। তাই তো তাদের জন্য এবার প্রেক্ষাগৃহও প্রস্তত!
শোনা যাচ্ছে, বরাবরের মতো সেঞ্চুরি হাঁকিয়ে সিনেপ্লেক্স ও দেশের বড় বড় সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ইতোমধ্যে ১০০ হল নিশ্চিত করে ফেলেছে ‘বরবাদ’। সদ্যই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমী।
তার কথায়,‘বরবাদ’ এটা ডিজার্ভ করে। সঙ্গে যারা হাই রেল্টালে বরবাদ নিচ্ছেন, তারা এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন বলেও আশ্বস্ত করেন।
‘বরবাদ’ ছাড়াও শাকিবের আরও একটি ছবি ‘অন্তরাত্মা’ এবার ঈদে মুক্তির অপেক্ষায়। এছাড়াও প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফের ‘চক্কর ৩০২’, সিয়ামের ‘জংলি’, নিশোর ‘দাগি’, ফারিয়ার ‘জ্বিন ৩’।
খুলনা গেজেট/এএজে