কনসার্টের মাঝে অপ্রীতিকর মন্তব্যের কারণে সংগীতশিল্পী সনু নিগমের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এবার সেই মামলা বাতিলের জন্য কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
পুলিশের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য সনুকে হাজিরার কথাও বলা হয়েছিল।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলা হয়, গায়ক ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিলের জন্য আবেদন করেছেন। এমনকি ১৫ মে পর্যন্ত হাইকোর্ট শুনানি স্থগিত করেছে বলেও জানানো হয়েছে।
গত ২৫ এবং ২৬ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত একটি কনসার্টে অংশ নিয়েছিলেন সনু। সেখানকার কিছু ঘটনা থেকে বিতর্কের সূত্রপাত।
সনু নিগমকে অনবরত একজন ভক্ত কন্নড় গানের জন্য অনুরোধ করতে থাকেন। একটা সময় বিরক্ত হয়ে শিল্পী গোটা বিষয়টিকে পেহেলগাম হামলার সঙ্গে তুলনা করেন। যা ভালো ভাবে নেয়নি কন্নড় সম্প্রদায়। ঘটনার পর বিতর্ক তৈরি হতেই জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন সনু।
খুলনা গেজেট/এনএম