খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন “শহীদ শেখ রাসেল ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বে অধিকারী, বয়সে অনেক ছোট হলেও তার চাল-চলন ও আচার-আচারণ ছিলেন একজন পরিপূর্ন ব্যক্তির মত। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের সকল সদস্যের মধ্যমণি ছিলেন শেখ রাসেল। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টে কালরাতে ঘাতকচক্রের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং সেদিন ঘাতকরা ১০ বছরের ছোট্ট শিশু রাসেল কেও রেহাই দেননি। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও বর্বরোচিত ঘটনার স্বীকার হন আদরের ছোট্ট শিশু শেখ রাসেল। আজ সে বেঁচে থাকলে হয়তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতো। সামান্য ১০ বছরের জীবনে সে আলোকিত শিশু হয়ে আজও বাংলাদেশের সকল শিশু কিশোদের মনের মণি কোঠায় ভালবাসার প্রতীক হয়ে গেঁথে আছেন।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে খুলনা সদর থানা আওয়ামী লীগের কেককাটা, আলোচনা সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
রবিবার বাদ মাগরিব শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সদর থানা আওয়ামী লীগের কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো: সাইফুল ইসলামের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দীন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড আলোকা নন্দা দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো: ফারুখ হোসেন হিটলু, সদস্য মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জেসমিন পারভীন জলি, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর রেক্সনা কালাম লিলি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মঈনুল ইসলাম নাসির, মো: বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, এ্যাড শেখ ফারুখ হেসেন, ইমরানুল হক বাবু, মো: অহিদুল হক পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, আলহাজ¦ এশারুল হক, আজম খান, এ্যাড শামীম মোমাররফ, মোঃ শিহাব উদ্দীন, মো: নজরুল ইসলাম, ফয়েজুল ইসলাম টিটো, এসএম ফরিদ আহমেদ, এ্যাড আশরাফ আলী পাপ্পু, এ্যাড আইয়ুব হোসেন, এ্যাড শফিক মোল্লা জনি, নুরানী রহমান বিউটি, নুর জাহান রুমি, গাজী মোশাররফ হোসেন, মোঃ ফারুখ হোসেন, এনামুল কবির, ফারুখ হোসেন তুরাণ, অহিদুজ্জামান গোলাপ, মোঃ রিয়াজ হোসেন, আওয়াল হোসেন খোকন, আব্দুল কাদের, রীতা আলম, সবনম মোস্তারী, রেজওয়ানা প্রধান, রেহেনা খানম, ইখতিয়ার মোল্লা, মাহামুদুর রহমান রাজেস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টি আই