শনিবার বেলা ৩ টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহনের মধ্যদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসুচি শুরু হচ্ছে। খুলনা মহানগর ও জেলা বিএনপির তিন দিনের কর্মসূচীর প্রথমদিনে আজ ভার্চুয়াল সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠনের সভাপতি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, এছাড়া বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অংগ দলের নেতা কর্মীরা যুক্ত হবেন বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তন থেকে।
দ্বিতীয় দিন ৩০ মে রবিবার কর্মসূচিতে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ১০টায় বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান। বাদ জোহর থেকে বাদ এশা নগরী ও জেলার থানা, ওয়ার্ড ও ইউনিয়নে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। তৃতীয় দিন ৩১ মে সোমবার থানা পর্যায়ে আলোচনা সভা।
সকল কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা ও মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জেলা সাধারন সম্পাদক আমীর এজাজ খান।
এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপির অপর অংশ। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত, দুঃস্থদের মাঝে তবারক বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান। বৈশ্বিক মহামারি কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্ততি সভা শুক্রবার বিকেলে দলের সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় প্রস্ততি সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আজিজুল হাসান দুলু, মাহবুব হাসান পিয়ারু, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, একরামুল হক হেলাল, আল জামাল ভূইয়া, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল আজিজ সুমন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, সজিব তালুকদার, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি