খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

শহীদ বুদ্ধিজীবী দিবসে খুলনায় বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে চুড়ান্ত বিজয়ের ঊষালগ্নে এ দিনে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করোছিলো। তারা মনে করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এই দেশ দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেয়া যাবে। স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল হয়নি।

শহীদ বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ, যার আদর্শ হবে গণতন্ত্র। সেই স্বপ্ন এখনো বাস্তবায়িত হয়নি। তাঁদের স্বপ্ন পূরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বজনীন অধিকার, সেটি সমুন্নত রাখতে আমাদের মিলিত শক্তিকে কাজে লাগাতে হবে।

গতকাল সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু একথা বলেন।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, রেহেনা ঈসা, তসলিমা খাতুন ছন্দা, রফিক মল্লিক, আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, মুজিবর রহমান, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, আনিসুর রহমান আনিস, নাজমুস সাকিব পিন্টু, সামছুজ্জামান চঞ্চল, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, ওয়েজউদ্দিন সান্টু, আবু সাইদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন আহমেদ নান্নু, আবুল কালাম জিয়া, শেখ ইমাম হোসেন, হাসান মেহেদী রিজভী, জহর মীর, এনামুল হাসান ডায়মণ্ড, আশরাফ হোসেন, ইশহাক তালুকদার, আসলাম হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, নিরু কাজী, আব্দুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলি, আব্দুস সালাম, জসিম উদ্দিন লাবু, লিটন খান, ডা. ফারুক হোসেন, সিদ্দিকুর রহমান, জাকারিয়া লিটন, রাসেল মোল্যা, শামসুল বারী পান্না, রাহাত আলি লাচ্চু, মাজেদা খাতুন, এনামুল হক সজল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন আসাদুজ্জামান মুরাদ, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৭টায় গল্লামারি স্মৃতিসৌধে খুলনা মহানগর ও জেলা বিএনপি পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করে। এসময় নজরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আমীর এজাজ খান, অধ্যক্ষ তরিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আবু হোসেন বাবু, আসাদুজ্জামান মুরাদ, আশিকুজ্জামান আশিক, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, মজিবর রহমান ফয়েজ, শমসের আলি মিন্টু, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, আফসার মাস্টার, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মদ আলি, হেমায়েত হোসেন, জিএম মঈন উদ্দিন, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম রবিসহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র:খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!