খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

খুলনায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের যে গণতন্ত্র আমরা ভোগ করছি তা শহীদ নূর হোসেন এর মত মৃত্যুঞ্জয়ী বীর সৈনিকদের আত্মত্যাগের ফসল। নূর হোসেন যুবলীগের সেই আদর্শিক কর্মী যিনি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে অকাতরে জীবন দান করেছেন।  নূর হোসেন এর আদর্শকে আমাদের ধারণ করে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেন, শুধু দিবস পালনের মধ্য দিয়ে নূর হোসেনদের মত বীর সৈনিকদের স্মরণ করলে হবে না। শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে স্মরণ রেখে প্রতিদিনের কার্যক্রমে তার প্রতিফলন ঘটাতে হবে। তাহলেই শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, ফারুক হোসেন, এ্যাডঃ আইয়ুব আলী, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, শহিদুল হক মিন্টু, নূর মোহাম্মদ, সাবেক যুবলীগ নেতা এস এম আকিল উদ্দীন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, নজরুর ইসলাম দুলু, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, কবির পাঠান, তাজুল ইসলাম তাজু, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, শওকত হাসান, হাসান শেখ, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, এজাজ আহমেদ, সোহাগ দেওয়ান, বাদল সিপাহী, রিপন আহমেদ, মোঃ রিপন ৩০, জামাল শেখ, ইব্রাহিম আহমেদ তপু, হারুন, অলোক শীল, রকিবুল ইসলাম, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মোশাররফ হোসেন, মহিদুল হক শান্ত, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, সাগর মজুমদার প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!