বাগেরহাটের শরণখোলায় সাপের কামড়ে ফজিলা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধানসাগর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা মানিক গাজীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৬ জুলাই) ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একটি বিষধর সাপ ফজিলা বেগমের পায়ে ছোবল দেয়। তার চিৎকারে স্বামী মানিক গাজী ছুটে এসে দেখতে পান কামড়ের স্থানে সাপের দাঁতের চিহ্ন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ফজিলা বেগম বমি করে নিস্তেজ হয়ে পড়েন।
পরবর্তীতে স্বামী তাকে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষধর সাপের কামড়েই গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে অনেক সময় বিষক্রিয়ার কারণে শারীরিক শক বা হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে এমন ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, এ এলাকায় প্রায়ই বিষধর সাপের উপদ্রব দেখা যায়। তারা দ্রুত স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম