নড়াইলের লোহাগড়া উপজেলার চরবগজুড়ী গ্রামে খাদিজা বেগম নামের এক বিধবা মহিলার জমির ধান কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা । শনিবার (২৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে। খাদিজা বেগম চরবগজুড়ি গ্রামের মৃত মোবারক মোল্যার স্ত্রী। এ ব্যাপারে খাদিজা বেগম ৭ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে , উপজেলার লোহাগড়া ইউনিয়নের চরবগজুড়ী গ্রামের মৃত মোবারক মোল্যার স্ত্রী খাদিজা বেগম নিজস্ব এক একর জমিতে ইরি ধান চাষ করে। ধানের ফলন ভাল দেখে একই গ্রামের সুরুজ মোল্যার নেতৃত্বে মহিনসহ ১০/১২ জন লাঠি-সোটা,রামদা ও ছ্যানদা নিয়ে উক্ত জমির ধান জবর দখল করে কেটে ট্রলি গাড়িতে করে কাটা ধান নিতে যায়।
খবর পেয়ে ওই জমির মালিক বিধবা নারী খাদিজা বেগম ধান নিতে বাধা দিলে উক্ত দূর্বৃত্তরা খাদিজাকে মারধোর ও খুন করিবার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বিধবা খাদিজা বেগম জানান, স্থানীয় সন্ত্রাসী ও দূর্বৃত্ত সুরুজ মোল্যা, মহিউদ্দিন, খোকন, উজ্জল মোল্যা ও আবুল সহ ১০/১২ জন আমার জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে যায় ।
খাদিজা বেগমের ধান কেটে নেওয়ার অভিযুক্ত বিবাদী সুরুজ মোল্যার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খাদিজা বেগমের জমির মধ্যে আমার জমি রয়েছে সেই জমির ধান কেটে নিয়ে গেছি ।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।