খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবনটি খুলে দেয়া হয়েছে, প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত অফিস চালু
  আপিল খারিজ, তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

লোহাগড়ায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তায় সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

১০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে নির্বাহী ম্যাজিষ্টেট ও লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী , নড়াইল সড়ক ও জনপথের সাবডিভিশনাল ইন্জিনিয়ার মোঃ তোফায়েল আলম,লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

সওজ এর ইন্জিনিয়ার তোফায়েল আলম বলেন, এই রাস্তাটি ঢাকা বেনাপোল মহাসড়ক। লক্ষীপাশা চৌরাস্তায় ও খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকায় সর্বদা জানজট লেগে থাকে। তাছাড়া কয়েকজন ব্যবসায়ী রাস্তার দুপাশ দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সেক্ষেত্রে যানচলাচল ঝুকিপূর্ণ ও সাধারণ মানুষ চলাচলে সমস্যা হচ্ছে এমন কি যে কোন সময়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। আমরা জনদূরর্ভোগ এড়াতে ও যানচলাচলের সুবিধা জন্য এ অভিযান পরিচালনা করেছি।

এই অভিযানে লোহাগড়া উপজেলার ইউ এন ও, নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভুমি), লোহাগড়া থানা পুলিশ ও আনসার বাহিনী সদস্যগন আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। কোন প্রকার বাধা ছাড়াই আমাদের অভিযান পরিচালনা করে শেষ করেছি।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!