খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

লোহাগড়ায় শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে।

শনিবার (১০জুন) সকালে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচীতে তিনশতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আল্পনা মন্ডল, সহকারি শিক্ষক খান আশরাফুল হাবিব, কার্তিক চন্দ্র দে, মোল্যা জাকির হোসেন, কর্মচারী জাকির হোসেন, ছাত্র হাসিবুর রহমান হাসিব, তানিয়া সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুন অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া অপ্সরা তার বান্ধবীর খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর শিক্ষক সাইফুল ইসলাম অপ্সরাকে উঠিয়ে অন্যত্র বসালে এ ঘটনা জানাজানির পর অপ্সরার বাবা সুফিয়ান শেখ ও দাদা আয়ন উদ্দীন শেখসহ ৪ /৫ জন বিদ্যালয়ে এসে কিছু বুঝে উঠার আগেই শিক্ষক সাইফুল ইসলামকে কিল-ঘুষি, লাথিসহ পেটানো শুরু করেন। প্রাণ ভয়ে দৌঁড়ে প্রধান শিক্ষকের অফিসে আশ্রয় নেই। সেখানে গিয়েও তাকে মেরে গুরুতর আহত করে।

 

খুলনা গেজেট/এনএম  




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!