নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে শতবর্ষী বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে ডোবায় ওই বৃদ্ধ’র লাশ দেখতে পেয়ে তার ছেলে পিতার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহত ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মৃতঃ ইবাদত শেখের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ওয়াদুদ শেখের স্ত্রী বেশ কিছুদিন আগে মারা যায়। স্ত্রী বিয়োগের পর স্বামী ওয়াদুদ শেখ মানষিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর প্রতিদিন ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে চা-রুটি খেতে যেতেন।
শনিবার (১০ ফেব্রুয়ারী) ফজরের নামাজের পর নিহত ওয়াদুদ শেখ ওই দোকানের উদ্দেশ্য রওনা হন। এরপর যেখানে ডোব ওয়াদুদের লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্বজনরা। এ সময় তার ছেলেরা নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে নিহতের স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ