নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে লোহাগড়ার কুন্দসী চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশাস্থ লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপি নেতা কাজী মুরাদ হোসেন, বিএনপি নেতা এস এম শাহীন বিপ্লব, সৈয়দ আব্দুস সবুর, নজরুল মোল্যা, সালেহা বেগম, আকতার হোসেন মোল্যা, জহিরুল ইসলাম জহির, ওহিদুর রহমান ওহিদ, শামসুল হক আজাদ, মুসা মোল্লা, তানভীর তনু, সাইফুল ইসলাম মল্লিক, প্রকৌশলী তাইবুল ইসলাম, সোহেল রানা লাক্সমি, ছাত্রদল নেতা গিয়াসউদ্দিন জুয়েল, রিয়াজুল ইসলাম মুন্নাসহ প্রমুখ।
খুলনা গেজেট/ টিএ