খুলনা, বাংলাদেশ | ৮ আষাঢ়, ১৪৩১ | ২২ জুন, ২০২৪

Breaking News

  বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস খালে; ১০ বরযাত্রী নিহত
  মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় বাবা-ছেলে নিহত, গুরুত্বর আহত মা

লোহাগড়ায় অসুস্থ গরুর মাংস বিক্রিকালে কসাই ও তার সহযোগীকে জরিমানা

লোহাগড়া, (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির দায়ে কসাই চুন্নু সর্দার ও তার সহযোগী তাকিউর শেখকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকাল ৪টার দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত কসাই ও তার সহযোগীকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে , উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে মঙ্গলবার সকাল থেকে কসাই চুন্নু সর্দার ও তার সহযোগী তাকিউর শেখ অসুস্থ গরুর পচা মাংস বিক্রি করছিল। এ খবর চাউর হয়ে গেলে একদল গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহিরুল ইসলাম। তার নির্দেশে

গরুর বিভিন্ন অংশ থেকে মাংস সংগ্রহ করে ভ্যাটোনারীতে পরীক্ষা- নিরীক্ষার জন্য প্রেরন করেন। পরে ইউএনও’র কার্যালয়ে ভ্রামমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ফেলা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!