খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন,লেখাপড়াকে প্রাধান্য দিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে শেখ রাসেলের মাধ্যমে শিশু কিশোরের মাঝে ছড়িয়ে দিতে হবে। সেজন্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গড়ে তুলতে হবে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এস এম নূর হাসান জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেলের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী,খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু,খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল,দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ।
এসময়ে উপস্থিত ছিলেন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ-সভাপতি শেখ মাইনুল হাসান রনি,সহ সভাপতি মোঃ বায়তুল ইসলাম মোঃ রামিজ রেজা এনামুল বিশ্বাস,কামরুল গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরাফাত রাহীব, কাজী আব্দুল্লাহ শাকিল মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।