খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

লাল-সবুজের পতাকাকে তুলে ধরার জন্য খেলবেন : মাশরাফি

গেজেট ডেস্ক 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আপনারা যখন আন্তর্জাতিক পর্যায়ে খেলবেন, তখন দেশের লাল-সবুজের পতাকাকে তুলে ধরবেন। যা কিছু করবেন, এ পতাকার জন্য করবেন।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে নড়াইল শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৪৩তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

এ সময় মাশরাফি বলেন, যারা এখানে আছেন মনে রাখবেন, যারা খেলোয়াড় তারা প্রতিদিন হারে। কিন্তু পরেরদিন সকালে আবার জেতার জন্য মাঠে নামে। আমি হয়ত আজকে হারব, কিন্তু কালকে আবার যখন মাঠে নামব, তখন জেতার জন্যই নামব। যদি আবারও হেরে যায়, পরশুদিন আবার খেলব জেতার জন্য।

মাশরাফি আরও বলেন, আমি সবসময় বিশ্বাস করি, মানুষের জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ পার্ট আছে তারমধ্যে অন্যতম খেলাধুলা। কারণ খেলাধুলার মুখ্য উদ্দেশ্য খেলোয়াড় হওয়া না। যারা ছোটবেলা থেকে খেলাধুলা করে সবাই খেলোয়াড় হয় না। কেউ টপ ক্লাস ইঞ্জিনিয়ার হয়, কেউ ডাক্তার কিংবা পুলিশ, জেলা প্রশাসক বা বিভিন্ন জায়গায় যেতে পারে। খেলাধুলা দুইটা কারণে জরুরি। এক হচ্ছে স্বাস্থ্য আর দুই হচ্ছে সুন্দর মনের অধিকারী হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষকে তাদের একটা সময় পর্যন্ত খেলাধুলা করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব কবির বিন আনোয়ার, নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ আরও অনেকেই।

উল্লেখ্য, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ২৮ দল অংশগ্রহণ করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!