খুলনার লবনচরা সুইচগেট সংলগ্ন ইব্রাহীমা মাদ্রাসা রোডে বাসা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার নয়টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
খুলনা টুটপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, রাত আটটার দিকে লবনচরা সুইচগেট সংলগ্ন ইব্রাহীমা মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। সোয়া আটটার দিকে এখানে এসে দেখি আগুনের তীব্রতা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আধাঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নির্বাপণ করতে প্রায় এক ঘন্টা সময় লাগে।
তিনি আরও জানান, ওই এলাকার খালেকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় প্রায় নয়টি ঘর আগুনে ভষ্মিভুত হয়। মো: আব্দুল খালেক, জসিম, আলমগীর সাদ্দাম, হাসমতের চারটি ঘর ও মো: রেজাউল ইসলামের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক বলেন, আবুল ও আসাদের তুষ মিলের পিছনে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে সেখানে ছুটে যান। অগ্নিকান্ডের ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/এএ