খুলনায় লটারির মাধ্যমে নিজ নিজ কর্মস্থল বেঁছে নিয়েছেন একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ২৪ জন ইউনিয়ন ভূমি কর্মকর্তা। বুধবার (২৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রসাশনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাকিবুল হাসান বলেন, খুলনায় ২৪ জন ইউনিয়ন ভূমি কর্মকর্তা লটারির মাধ্যমে নিজ নিজ কর্মস্থল বেছেঁ নিয়েছেন। এরমধ্যে ১২ জন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা এবং ১২ জন ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা রয়েছেন।
খুলনা জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়ন ও সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। এরই ধারাবাহিকতায় রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে একই কর্মস্থলে দুই বছরের অধিক সময় কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ লটারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
খুলনা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হেলাল হোসেনের উদ্ভাবনী চিন্তনপ্রসূত এ উদ্যোগ বাস্তবায়নে রাজস্ব প্রশাসনে কর্মরত উল্লিখিত কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে নির্ধারিত সময়ে অনুষ্ঠানের মাধ্যমে নিজেরাই নিজেদের কর্মস্থল লিখিত টোকেন উত্তোলন করেন। এ লটারি কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহানাজ পারভীন, রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (এপি ও ভিপি শাখা) মোঃ তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার(গোপনীয়) মোঃ তকী ফয়সাল এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।