খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই

লঙ্কান শিবিরে তাইজুলের প্রথম আঘাত

ক্রীড়া প্রতিবেদক

শেষ ৩৭ রান করতেই বাংলাদেশের ৬ উইকেট তুলে নেওয়ায় ৪৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় শ্রীলঙ্কা। ওয়ানডে মেজাজেই ব্যাট করছিলেন দুই ডানহাতি ব্যাটার। দলীয় ৪৭ রানে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন ৩৪ বলে ২৯ রান করা উদারা। তিনে নেমেছেন দিনেশ চান্দিমাল। নিশাঙ্কা অন্য প্রান্তে ৪২ বলে ১৫ রানে অপরাজিত। ১২.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রানে ব্যাট করছে লঙ্কানরা।

৪৯৫ রানে থামল বাংলাদেশ

গতকাল নিজেদের প্রথম ইনিংসে ১৫১ ওভারে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ হাতে এক উইকেট রেখে পাঁচশ ছোঁয়ার লক্ষ‍্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

তবে দিনের শুরুতেই নাহিদ রানের বিদায়ে ৪৯৫ রানেই থামতে হয় সফরকারীদের। গতকাল এক সময়ে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৪৫৮। সেখান থেকে ৩৭ রান তুলতেই শেষ ৬ উইকেট হারিয়েছে জাকের- তাইজুলরা।

৮৬ রানে ৪ উইকেট নিলেন পেসার ফার্নান্ডো। ৩টি করে উইকেট মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নায়েকের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!