বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর কমিটির সভা শনিবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, জেলা সাংগঠনিক সম্পাদক জামসিদ হাসান জিকু, যুবনেতা শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শেখ রবিউল ইসলাম রবি, রামপ্রসাদ রায়, হরষিৎ মণ্ডল, মিঠুন মণ্ডল, এড. ত্রিদীপ কুমার মণ্ডল, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ভবেশ রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী, বিশেষ করে রমযানকে সামনে রেখে বরাবরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করায় ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে। এ ব্যাপারে প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে সরকারিভাবে খাদ্য সহায়তার আহ্বান জানান।
বক্তারা মশার উপদ্রব ঠেকাতে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। সভায় মহানগরীর পানি সংকট নিরসনে ওয়াসার দৃষ্টি আকর্ষণ করেন।
খুলনা গেজেট/এমএইচবি