খুলনা রেলওয়ে স্টেশন। চারিদিকে ফাঁকা। কোথাও নেই প্রতিদিনের মতো চিরচেনা জনসমাগম। হৈ হৈ রৈ রৈ ভাব। একে অপরের শরীর ঘেঁষে বসা। প্লাটফর্মে শত শত মানুষের ভীড়, ষ্টেশন চত্বরে ইজিবাইক ও রিকশার দীর্ঘ সারি, খুলনা রেল স্টেশন এলাকার চিরচেনা দৃশ্য এটি।
লকডাউন ঘোষণার পর আজ সোমবার (০৫ এপ্রিল) ছিল বিপরীত চিত্র। অফিসের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ ছাড়া কেউ নেই । আজ সারাদিনে কোন ট্রেন এই স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং স্টেশনেও আসেনি। শুধু মাত্র হাতে গোনা কয়েকটি মালবাহী ট্রাক ছাড়া। দু’একজন রেল স্টেশন এলাকায় ঢুকে পড়লে বের করে দিচ্ছে পুলিশ।
খুলনা রেলওয়ের কর্তব্যরত স্টেশন মাষ্টার আশিক আহমেদ জানান, আজ থেকে আগামি ১১ এপ্রিল পর্যন্ত কোন ট্রেন ছেড়ে যাবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আর কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।
খুলনা রেলওয়ে থানার ওসি মোঃ ফয়েজুর রহমান বলেন, লকডাউন যথাযথভাবে কার্যকর করতে আমাদের পুলিশ প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে। রেলওয়ে এলাকায় কাউকে ভীড় করার সুযোগ দেয়া হচ্ছে না। তিনি আরো বলেন, কেউ যদি রেলওয়ে এলাকায় ঢুকে পড়ে তাহলে তাকে বুঝিয়ে বাইরে বের করে দেয়া হয়।
খুলনা গেজেট/ এস আই