সদ্য পদোন্নতি পাওয়া উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমানকে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) র্যাংক ব্যাজ পরানো হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরী তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর আগ গত রোববারে (২৭ ডিসেম্বর) তিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
মােঃ হাবিবুর রহমান ১৭ তম বিসিএস এর মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যােগদান করেন। চাকুরী জীবনে তিনি লালমনিরহাট জেলার সার্কেল সহকারী পুলিশ সুপার, ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি, লালমনিরহাট জেলার পুলিশ সুপার (অক্টোবর ২০১০ হতে মার্চ ২০১৪), খুলনা জেলার পুলিশ সুপার (মার্চ ২০১৪ হতে জুলাই ২০১৬) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জুলাই ২০১৬ হতে অদ্যবধি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।
মােঃ হাবিবুর রহমান ২০০৬-২০০৭ সালে আইভরি কোস্ট এবং ২০০৯-২০১০ সালে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। সুন্দরবনের জলদস্যু/বনদস্যু বিরােধী অভিযানে বিশেষ সাফল্যের জন্য তিনি ২০১৫ সালে বিপিএম (সেবা) পদকে ভূষিত হন। ২০১৮ সালে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ২০১৯ সালে আইজিপি ব্যাজ প্রাপ্ত হন।
খুলনা গেজেট / টি আই