খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রোনালদোর ফিফটি, আল নাসরের জয়

ক্রীড়া প্রতিবেদক

কয়েক দিন আগেই চ্যাম্পিয়ন লিগে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সহজ সুযোগ মিস করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যা নিয়ে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সব মিলিয়ে আল আহলির বিপক্ষে মাঠে নামার আগে খানিকটা চাপেই ছিলেন তিনি। তবে সেই চাপ সামলে নিজে গোল করেছেন, দলকেও জিতিয়েছেন।

গতকাল আল আহলির বিপক্ষে কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর জিতেছে ১-০ গোলে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে ছুঁয়েছেন একটা মাইলফলকও। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচে আল নাসরের হয়ে গোলের ফিফটি করলেন তিনি।

ম্যাচের শুরুতে দুই দলই বেশ সতর্ক ছিল। ম্যাচে প্রথম ভালো সুযোগ পেয়েছিল আল আহলি। ৩৬ মিনিটে মেরিহ ডেমিরালের হেড ফিরে আসে বারে লেগে। ভাগ্যের জোরেই বেঁচে যায় আল নাসর। এরপর ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যেতে পারতো আল নাসর।

সাদিও মানের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারের ট্যাকল সামলে দারুণ এক গোল করেন রোনালদো। কিন্তু লম্বা সময় ধরে ভিএআর পরীক্ষা-নিরীক্ষার পর অফ সাইডের কারণে বাতিল করা হয় সেই গোল।

দ্বিতীয়ার্ধে একই কারণে গোল পাওয়া হয়নি আল আহলির। ম্যাচের ৫৭ মিনিটে বল আল নাসরের জালে জড়িয়েছিলেন ফিরমিনো। কিন্তু ভিএআরের কারণে তাকেও শেষ পর্যন্ত নিরাশ হতে হয়। তাতে খেলা দারুণভাবে জমে ওঠে।

শেষ পর্যন্ত ৬৮ মিনিটে গোলের উপলক্ষ পান রোনালদো। বক্সের ভেতর আল নাসরের আল নাজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসরে। স্পট কিকে দারুণ শটে দলকে গোল এনে দেন রোনালদো। এই গোলই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছেন আল নাসরকে।

এ জয়ে প্রো লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকল আল নাসর। ২৪ ম্যাচে ৫৬। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৬৫। আর আল নাসরের কাছে হেরে পিছিয়ে পড়া আল আহলি ৪৭ পয়েন্ট নিয়ে আছেন তালিকার তিনে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!