পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মানুষের সেবা করা ও ভালোবাসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। দেশের রোটারিয়ানরা মানুষের সেবার মাধ্যমে ভালোবাসা পেয়ে থাকেন। তাদের মত সমাজে সেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের দেশ ও সমাজের আরো উন্নয়ন ঘটবে। তিনি বলেন, করোনা আক্রান্ত হওয়া ও সুস্থ হয়ে ওঠার পর তার প্রতি মানুষের ভালোবাসা দেখে তিনি মুদ্ধ হয়েছেন। তিনি সারাজীবন সাধারণ মানুষের সুখে দুখে সবসময় পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শুক্রবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব যশোরের ৪৭তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি জিল্লুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি খায়রুল আলম, ডিজি ইলেক্ট ইঞ্জিনিয়ার এমএ ওহাব, মন্ত্রীপত্নী নারীনেত্রী তন্দ্র ভট্টাচার্য্য।
আলোচনা করেন যশোর কপোতাক্ষ রিজিয়ন চেয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ডেপুটি গভর্নর জাহিদ আহমেদ লিটন, অ্যাসিসটেন্ট গভর্নর চৌধুরী আশরাফুল ইসলাম মিলন, গভর্নর স্পেশাল এইড এজেডএম সালেক, অভিষিক্ত ক্লাব প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ প্রমুখ। অনুষ্ঠানে যশোর, খুলনা, কুষ্টিয়া, সাতক্ষীরা অঞ্চলের রোটারিয়ান ও ডিস্ট্রিক লিডাররা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম