নগরীর রূপসার মাছের আড়তে অগ্নিকান্ডে ৩০টি ঘর ও বেশকিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বিএনপির নেতৃবৃন্দ সরেজমিনে পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন এবং সহমর্মিতা জ্ঞাপন করেন।
এদিকে এক যৌথ বিবৃতিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সময়ের মধ্যে পুর্নঃবাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও জেলার যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।
খুলনা গেজেট/ এস আই