তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আগামীকাল ৫ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় খুলনার রূপসা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা রূপসা নদীর এক নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৌকা বাইচের দশটি দল প্রতিযোগিতায় অংশ নেবে।
এ উপলক্ষ্যে এক প্রেসব্রিফিং আজ (মঙ্গলবার) সকালে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার নৌকা বাইচ প্রতিযোগিতা বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উৎপাদনশীল কাজের সাথে যুক্ত রাখতে এবং খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ আবহমান বাংলার একটি সাংস্কৃতিক ঐতিহ্য। বিভাগীয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠেয় নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৌকা বাইচের দশটি দল অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতিায় প্রথম স্থান অর্জনকারী দলকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। নৌকা বাইচ উপলক্ষ্যে আগামীকাল বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে এক নম্বর কাস্টমস ঘাটে গিয়ে শেষ হবে।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিযোগিতার সময় ডুবুরি দল ও অ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রস্তুত থাকবেন। এছাড়া নৌ-দূর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশ সজাগ থাকবে। উৎসবকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর থাকবে।
প্রেসব্রিফিং অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ কুতুব উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ, নৌ বাহিনী-কোস্ট গার্ড-নৌ পুলিশের প্রতিনিধি ও খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম