খুলনার রূপসা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ অভিযান পরিচালনা করেন। পরে কারেন্ট জাল আগুনে পুড়িয় বিনষ্ট করা হয়।
জেলা প্রশাসনের সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিএএ নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী তত্ত্বাবধানে মঙ্গলবার খুলনার রূপসা নদীতে মা-ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে মৎস্য আহরণের উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টের অভিযানে রূপসা নদীতে মাছ (বিশেষ করে ইলিশ মাছ) আহরণ করা হচ্ছে কিনা তা সরেজমিনা মনিটরিং করা হয়। এসময় নদীতে থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নির্দেশে কারেন্ট জাল ও আহরিত ইলিশ (সাড়ে তিন কেজি) জব্দ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সাথে আহরিত ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।
খুলনা গেজেট / এমএম