খুলনার রূপসা থেকে ছয় হাজার ৫০কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। মঙ্গলবার (১৭ মে) রাতে খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন একটি ট্রাক (যশোর-ট-১১-৪১৭৮) এর মধ্যে জেলি পুশকৃত চিংড়ি চট্টগ্রাম এর উদ্দেশ্যে বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছিল। সে সময় কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি থেকে জেলি পুশকৃত চিংড়িসহ দুই জনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো মোঃ আব্দুর রহমান(৩৫) এবং মোঃ ফারুক গাজী (২০) দুজনেই সাতক্ষীরা সদর থানার বাসিন্দা।
পরবর্তীতে আটককৃত ২ জন ব্যক্তিকে ত্রিশ হাজার টাকা, মেসার্স সাব্বির ট্রান্সপোর্ট (সাতক্ষীরা) পঞ্চাশ হাজার টাকা, মেসার্স যমুনা জাফর ফিসকে (সাতক্ষীরা) পঁচিশ হাজার টাকা ও মেসার্স মনোয়ারা জাফর ফিসকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ছয় হাজার ৫০কেজি জেলি পুশকৃত চিংড়ি পরবর্তীতে এফআইকিউসি প্রতিনিধি এর উপস্থিতিতে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
উল্লেখ্য যে, অপদ্রব্য মিশ্রিত জেলি পুশকৃত চিংড়ি দিয়ে আর্ন্তজাতিক বাজারেই শুধু দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে না, বরং দেশের বাজারে বিক্রি করার মাধ্যমে এদেশের জনসাধারণকে অপদ্রব্য খাওয়ানো হচ্ছে।
খুলনা গেজেট/ এস আই