খুলনার রূপসা ব্রীজের টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৪ মণ অপদ্রব্য মিশ্রিত চিংড়ি ও ১০ কেজি পুশিং ম্যাটেরিয়াল জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এছাড়া অপদ্রব্য মিশ্রণের সাথে জড়িত ৬ জন মালিককে ২ মাস করে এবং ৫ জন ট্রাক চালক ও হেলপারকে ১ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী চিংড়ি মাছে বিভিন্ন অপদ্রব পুশ করছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাসনিম কোষ্টগার্ডের সহায়তায় অভিযান পরিচালনা করে রূপসা ব্রীজের টোল প্লাজা এলাকা থেকে অপদ্রব্য পুশ করা ৫৪ মণ গলদা চিংড়ি জব্দ করেন এবং জড়িত ১১ জনকে আটক করেন। এ সময় জব্দকৃত পুশ মাছ নদীতে ফেলে বিনষ্ট করা হয়।
খুলনা গেজেট/ টি আই